Site icon Jamuna Television

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ বিলুপ্তি ঘোষণা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আল্টিমেটাম দেয় বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেয়ার। এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

গতকাল সোমবার (৫ আগস্ট) পদত্যাগের পর দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

/আরআইএম/এমএন

Exit mobile version