Site icon Jamuna Television

সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা হলে কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ: মেয়র লিটন

ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলা হলে তা কঠোরভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ। মিছিল ও অবস্থান কর্মসূচিতে একথা বলেন মহানগর কমিটির সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মেয়র লিটন বলেন, ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে যে কোন ধরনের বিশৃংখলা ঠেকাতে মাঠে অবস্থান করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল এগারটার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অবস্থান কর্মসুচী পালনের সময় তিনি একথা বলেন। এরআগে সাহেববাজার থেকে মহানগর আওয়ামী লীগ মিছিল বের করে। নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে একই জায়গায় সমাবেশ করেন তারা। এখন সেখানেই তারা অবস্থান করছে।

Exit mobile version