Site icon Jamuna Television

পুলিশের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করছে সেনাবাহিনী: আইজিপি

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফাইল ছবি

পুলিশের স্থাপনা ও পুলিশের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সহযোগিতা করছে বলে জানিয়েছেন এই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

আইজিপি তার বক্তব্যের শুরুতে বলেন, বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য পোশাদারী দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি। আহত হয়ে যারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন, তাদের সকলের চিকিৎসা নিশ্চিত করা হবে।

পুলিশ সদস্য ও স্থাপনায় যাতে আক্রমনের ঘটনা না ঘটে, সেজন্য আহ্বান জানাতে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনুরোধ করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বাংলাদেশ পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইজিপি। পুলিশ সদস্যদের নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনে অনুরোধও করেন তিনি। আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

/আরএইচ/এমএন

Exit mobile version