Site icon Jamuna Television

সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরদিনই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। তবে এদিন ব্যাংকে অনুপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সাইদুর রহমান বলেন, ব্যাংক খাত পুর্ণগঠনে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কোনও বাধা থাকবে না। আগের মতো সবধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সাথে আদান-প্রদান করা হবে। এ সময় নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আরও বলেন, ছাত্র-জনতার এই বিজয়ে অন্যদের মতো আমরাও আনন্দিত। এ সময় তিনি নিহতদের প্রতি শোক ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।

/আরএইচ/এমএন

Exit mobile version