Site icon Jamuna Television

কমলা হ্যারিসের রানিংমেট হলেন টিম ওয়ালজ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিস তার রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীর নাম ঘোষণা করার কথা। মিনেসোটার গভর্নর ও হাইস্কুলের সাবেক শিক্ষক টিম ওয়ালজ-ই হচ্ছেন কমলা’র রানিংমেট। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিংমেট জেডি ভ্যান্সকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করার পর থেকেই জাতীয় পর্যায়ে নজরে আসেন ওয়াটজ।

মূলত তার এই ধারণাকে ভালভাবে গ্রহণ করেছেন কমলা হ্যারিস। অন্যদিকে ওয়ালজ’কে বিপজ্জনক উদারপন্থি হিসেবে অভিহিত করেছে ট্রাম্প-ভ্যান্স প্রচারণা শিবির।

/এআই 

Exit mobile version