Site icon Jamuna Television

মোহাম্মদপুরে গভীর রাতে ডাকাতি

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের নবোদয় বাজারে একটি বাসায় ডাকাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী।

ভবনের নিরাপত্তারক্ষী জানান, রাতে এলাকার কিছু মানুষ তাদের পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে। গেট খোলার সাথে সাথে জিম্মি করা হয় দারোয়ানকে। এরপর একটি ফ্লাটে ঢুকে বাসিন্দাদের অস্ত্রের মুখে লুট করে নেয় নগদ টাকা।

সেনাবাহিনী পৌঁছেছে সেই খবর পেয়ে ভবন থেকে আতঙ্কিত মানুষরা চিৎকার দেয়। পরে পাশের একটি গলিতে অবস্থান নেয় ডাকাতদল। সেনা সদস্যরা একটু এগিয়ে গেলেই মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় তারা।

এ ঘটনার পরই টহল জোরদার করে সেনাবাহিনী। এসময় সেনা সদস্যদের সহায়তায় এগিয়ে আসে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

/এএস

Exit mobile version