Site icon Jamuna Television

আমরা অনৈতিক নির্দেশ শুনবো না: পুলিশ এসোসিয়েশনের সভাপতি

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি আব্দুল্লাহেল বাকী বলেছেন, আমরা কোনো ধরনের অনৈতিক নির্দেশ শুনবো না। আজ বুধবার (৭ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস এসোসিয়েশন ঘোষণা দেয়, পুলিশ সদস্যের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন।

এ প্রসঙ্গে পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহেল বাকী বলেন, এখন আমাদের কোনো কর্মবিরতি নেই। সবাইকে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আজ বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ও সাধারণ সম্পাদক করা হয়েছে দাউদ হোসেনকে।

/এএম

Exit mobile version