Site icon Jamuna Television

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। আজ বুধবার (৭ আগস্ট) এই পদত্যাগপত্র জমা দেন তিনি। 

পদত্যাগপত্রে কাজী ছাইদুর লিখেছেন, আমি কাজী ছাইদুর রহমান, ডিজি-১, নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করলাম।

এদিকে, কার্যালয়ে দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে। এছাড়া এরইমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে দীর্ঘদিন যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেয়া হয়েছে।

/এআই

Exit mobile version