Site icon Jamuna Television

আগামীকাল থেকে সীমিত পরিসরে চলবে আদালত

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে সরাসরি কিংবা ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) বিচারিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম।এসময়ের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন।

তবে, তিনিও বৃহস্পতিবার থেকে সরাসরি কিংবা ভার্চুয়ালি চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই বন্ধ আছে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম।

/এআই

Exit mobile version