Site icon Jamuna Television

দিনাজপুরে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

দিনাজপুরে বোমা তৈরীর সরঞ্জামসহ জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাটি সুখসাগরে অভিযান চালানো হয়। সেখানে নাশকতার পরিকল্পনার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম, শুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা গুলশানে হলি আর্টিজানসহ বিভিন্ন জঙ্গি হামলার সাথে যুক্ত এবং প্রত্যেকের বিরুদ্ধে জঙ্গিবাদি মামলা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Exit mobile version