Site icon Jamuna Television

নওগাঁর শাহাগোলায় রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সাথে রংপুর ও দিনাজপুরের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে।

আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, বিকেলে রংপুর এক্সপ্রেস ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে এসে আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়। পরে বগি লাইনচ্যুত হওয়ার খবর উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকারী কর্মীরা কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

Exit mobile version