Site icon Jamuna Television

২৪ ঘণ্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ আইজিপির

ছবি: পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিং করে এ নির্দেশ দেন। বলেন, ক্ষতিগ্রস্থ থানায় না গিয়ে ইউনিটে যোগ দিতে হবে। সকল পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব স্ব পুলিশ লাইন্স, দফতর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, এই পরিস্থিতির জন্য পুলিশের যেসব উচ্চাভিলাসী কর্মকর্তা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অনেক পুলিশ সদস্যের কষ্ট ও ক্ষোভ আছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো পূরণে কাজ শুরু হয়েছে।

ছাত্র-জনতা ও পুলিশের যারা নিহত হয়েছেন আত্মার মাগফিরাত কামনা করে ময়নুল ইসলাম বলেন, প্রতিটি হত্যা মামলার সঠিক তদন্ত হবে। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জনগণের জান-মাল রক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকা রাখার জন্য আহ্বান জানান আইজিপি।

/এটিএম

Exit mobile version