Site icon Jamuna Television

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আলোচনা করে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচার কার্যক্রম) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে বলে জানানো হয়। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়।

/আরএইচ

Exit mobile version