Site icon Jamuna Television

সংলাপে দেয়া কথা না রাখলে ইতিহাসের কাছে দায়ী থাকবেন: বি চৌধুরী

নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে বিবেক ও সংবিধান মেনে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ শুক্রবার বাংলাদশ জনদল এর প্রধান উপদেষ্টা এ আর সামাদ চৌধুরীর স্মরণ সভায় তিনি একথা বলেন।

বি. চৌধুরী আরও বলেন, রাজনৈতিক হিংসার বিকল্পে শ্রদ্ধার রাজনীতি। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, একইভাবে জিয়াউর রহমানও মাঠে যুদ্ধ করেছেন। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন। যদি প্রধানমন্ত্রী সংলাপে দেয়া কথা না রাখেন তাহলে ইতিহাসের কাছে দায়ী থাকবেন।

নিবার্চনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, পূর্বের নির্বাচন সবাই দেখেছে। এজেন্টকে কিভাবে গ্রেফতার করা হয়েছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতিকে সাহস দেখানোর আহ্বানও জানান বদরুদ্দোজা চৌধুরী।

Exit mobile version