Site icon Jamuna Television

রাশিয়ার কুরস্কে ফের হামলা ইউক্রেনের

টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার কুরস্কে হামলা চালিয়েছে ইউক্রেন। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে মস্কো প্রশাসন। খবর দ্য গার্ডিয়ানের।

বুধবার (৭ আগস্ট) সুজজা শহরে রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে কিয়েভ। জেলেনস্কি প্রশাসনের দাবি, ১ হাজার ইউক্রেনীয় সেনা প্রবেশ করেছে অঞ্চলটিতে। ১১টি ট্যাংক ও ২০টির বেশি সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে তারা। সীমান্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া।

এদিকে, কিয়েভের আচরণকে বড় ধরনের উস্কানি বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় এলোপাতাড়ি গুলির অভিযোগ করেন তিনি। সুজজা থেকে ৭০ কিলোমিটার দূরে বিদ্যুৎকেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে রুশ ন্যাশনাল গার্ড।

/এএম

Exit mobile version