Site icon Jamuna Television

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। নিহতদের মধ্যে চারজন চীনা পর্যটক এবং একজন পাইলট। খবর বার্তা সংস্থা এপির।

বুধবার (৭ আগস্ট) এয়ার ডাইনেস্টির হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে সায়াব্রুবেসির দিকে যাচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ও সেনা উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযানে সহায়তা করার জন্য দুটি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি রাজধানীর উত্তরে নুওয়াকোট জেলায় বিধ্বস্ত হয়।

/এএম

Exit mobile version