Site icon Jamuna Television

কোকেইন কেনার অভিযোগে গ্রেফতার অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড়

ছবি: সংগৃহীত

অলিম্পিকে অংশ নিতে এসে প্যারিসে গ্রেফতার হয়েছিলেন অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় টম ক্রেইগ। প্যারিসের রাস্তায় কোকেইন কেনার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। তবে পরে অবশ্য ছাড়া পেয়েছেন এই অস্ট্রেলিয়ান। ক্ষমা চাওয়ায় মুক্তি মিলেছে তার।

প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানায়, মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ক্রেইগকে গ্রেপ্তার করা হয়। বুধবার ছড়ানা পান এই হকি খেলোয়াড়। অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি শুরুতে বিবৃতি দিয়ে একজন খেলোয়াড়ের গ্রেফতার কথা জানালেও তার নাম প্রকাশ করেনি।

২০২১ টোকিও অলিম্পিকসে রূপা ও ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অস্ট্রেলিয়া হকি দলের অংশ ছিলেন ২৮ বছর বয়সী ক্রেইগ। প্যারিসে গত রোববার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হারে অস্ট্রেলিয়া দল।

/আরআইএম

Exit mobile version