Site icon Jamuna Television

বন্দি ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন চালায় ইসরায়েল!

আবারও আলোচনায় ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন ইস্যু। এ বিষয়ক নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেলআবিবের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ।

ফিলিস্তিনি কয়েদিদের ওপর ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের দৃশ্য ধরা পড়ে সেখানে। ফুটেজে দেখানো বন্দিরা হামাস সদস্য বলে জানায় চ্যানেল টুয়েলভ। দেখা যায় হাত বাধা কয়েদিদের আড়ালে নিয়ে চালানো হয় নির্যাতন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তেলআবিব।

দেশটির মানবাধিকার গোষ্ঠী বি-সালমে’র নতুন এক প্রতিবেদন বলছে, গাজায় আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলের কারাগারে পদ্ধতিগত নির্যাতনের শিকার ফিলিস্তিনিরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন। দাবি, আইন মেনেই কাজ করে সেনারা।

/আরআইএম

Exit mobile version