Site icon Jamuna Television

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহত করতে হবে: ফখরুল

ফাইল ছবি

সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে যাতে কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের বিষয়কে সচেতন থাকতে হবে। তাদের কোনও তথ্য পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের পাহারা দেয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত নিশ্বাস নেয়ার পরিবেশ তৈরি হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। কেউ যাতে এই বিজয়কে বিকৃত করতে না পারে সেজন্য জনগণকে একযোগে তা প্রতিহত করতে হবে।

/আরএইচ

Exit mobile version