Site icon Jamuna Television

লিটন দাসের বাড়ি ভাঙচুরের খবরটি গুজব

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাসের দিনাজপুরের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে বলে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই খবরটি গুজব বলে জানিয়েছেন এলাকাবাসী।

সরজমিনে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলার বড়বন্দর এলাকার লিটন দাসের বাড়িতে গিয়ে কোথাও আগুন বা ভাঙচুরের কোনও চিহ্ন দেখা যায়নি।

এলাকাবাসী জানান, বাসায় ভাঙচুর বা আগুনের কোনও ঘটনা ঘটেনি। এমনকি তার বাড়িতে একটি ঢিলও ছোঁড়া হয়নি। তার বাসা অক্ষত রয়েছে। দোতলা এই বাসভবনটিতে প্রতিবেশীদের যাতায়ত আগের মতোই রয়েছে।

এ বিষয়ে লিটন দাসের একজন নিকট আত্মীয় বলেন, বাড়ি ভাঙচুরের খবরটি গুজব। এ রকম কিছুই হয়নি।

/আরএইচ

Exit mobile version