Site icon Jamuna Television

হারানো চাকরি ফিরে পেলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তা করা বিথী

কোটাসংস্কার আন্দোলন থেকে শুরু সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা হারিয়েছে আওয়ামী লীগ। সরকারবিরোধী এই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা ও সহায়তা করে চাকরি হারিয়েছিলেন সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী। তবে সরকার পতনের পর রংপুর বিভাগের নারী ক্রিকেট দলের ম্যানেজার পদে আবারও ফেরানো হয়েছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন বিথী। নিজের ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে বিথী লেখেন,আলহামদুলিল্লাহ, আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দলে আবারও ম্যানেজার হিসেবে সম্মানজনকভাবে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। । আমার ফেসবুকের সকলে অনেক সাপোর্ট করেছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব আপনাদের প্রতি।

আরিফা জাহান বিথীর পোস্ট।

এসময় আগের পোস্টের সূত্র ধরে বিথী উল্লেখ করেন, আবু সাঈদ ভাইয়ের পরিবার ও ছাত্রদের পানি-বিস্কিট দিয়ে পাশে ছিলাম বলে আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ জিজ্ঞাস করার সময় আমাকে এসব বলেছিল। ক্রিকেট আমার ২য় পরিবার।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই আন্দোলন করার সময় পুলিশের গুলিতে মারা যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।

/এমএইচআর

Exit mobile version