Site icon Jamuna Television

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে অপহরণের পর হত্যা

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (০৯ নভেম্বর) রাতে মরাগাং এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাবা আকবর আলী তার মেয়ে জরিনা বেগমকে নিয়ে সম্প্রতি সিরাজগঞ্জ থেকে আশুলিয়ার গাজীরচট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় জামগড়া থেকে টাঙ্গাইলের যাবার উদ্দেশে একটি বাসে ওঠে তারা। এসময় গাড়িতে থাকা কয়েকজন দুর্বৃত্ত বাবাকে বেধড়ক মারধর করে ফেলে দেয়। পরে জমগড়া থেকে কয়েক কিলোমিটার দূরে মরাগাং এলাকা থেকে জরিনার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে আসে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে মৃত জরিনার এক স্বজন।

যমুনা অনলাইন : আর এ

Exit mobile version