Site icon Jamuna Television

জামালপুর কারাগারে গোলাগুলি, আহত ৩

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরে জেলা কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলেছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সেখানে যায়। সন্ধ্যা ৬টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কারাবন্দীদের সাথে আলোচনা করছে সেনাবাহিনী।

এ ঘটনায় তিনজন কারারক্ষী আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, রকনুজ্জামান, সাদেক আলী ও জাহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কারাবন্দীরা নিজেদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেয়। কারাগারে ভেতরের একটি ফটকও তারা ভেঙে ফেলে। পরে দ্বিতীয় গেট ভাঙার সময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকাগুলি ছোঁড়ে। এরপর ঘটনাস্থলে পৌঁছে কারগারের চারদিক অবস্থান নেয় সেনাবাহিনী।

তবে, কোনও কারাবন্দী পালিয়েছে কি না তা এখনও জানা যায়নি। কারাগারটিতে প্রায় আট শতাধিক কারাবন্দী রয়েছে বলে জানা গেছে।

/আরএইচ

Exit mobile version