Site icon Jamuna Television

অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

ফাইল ছবি

চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সেনাসদরে বিভিন্ন বাহিনীর প্রধানদের সাক্ষাতে এই সিদ্ধান্ত নেয়া।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান অ্যাডমিরাল এম হাসান মাহমুদ খানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান এবং ডিএমপি কমিশনার মাইনুল হাসান সাক্ষাত করেন।

এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

/এনকে

Exit mobile version