Site icon Jamuna Television

দুর্বৃত্তদের গুলিতে এক জুট ব্যবসায়ী নিহত

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন খান নামের এক জুট ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় হাসান আলী নামের আরেক বেকারি ব্যবসায়ী আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এলোপাতারি গুলি চালাতে থাকে। এতে মহিউদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলি ছুড়েই পালিয়ে পড়ে যায় দুর্বৃত্তরা। মিরপুর-১০ নম্বরের প্যারিস রোডের উদয়ন স্কুল সংলগ্ন ২১ নম্বর বাসায় বসবাস করে আসছিলেন তিনি। এলাকার জুট পট্টিতে তার জুটের ব্যবসা রয়েছে। এর আগেও একবার হাতে গুলি খেয়েছেন জুট ব্যবসায়ী মহিউদ্দিন খান।

যমুনা অনলাইন : আর এ

Exit mobile version