Site icon Jamuna Television

তদবির করা নিয়ে কড়া বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর কড়া বার্তা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়ে আসিফ বলেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।

এর আগে, আরেক পোস্টে আসিফ মাহমুদ লেখেন– শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে দুজন ভিন্নভাবে ইতিহাস গড়েছেন। তারা হলেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

/এএম

Exit mobile version