Site icon Jamuna Television

ইয়েমেনে টানা ভারী বৃষ্টিপাতে নিহত বেড়ে ৪৫

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ইয়েমেনের উত্তরাঞ্চল। আকস্মিক বন্যায় দেশটিতে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) পর্যন্ত কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে হুদেইদাতে মৃত্যু হয়েছে ৩০ জনের আর মাকবানাহ এলাকায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বাস্তুচ্যুত হয়েছেন শত শত মানুষ।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরেই এলাকাটিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় কতৃপক্ষের দাবি, বন্যার কারণে অন্তত ৫০০ পরিবার ঘড় ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া, বন্যার পানিতে ভেসে গেছে দুর্বল অবকাঠামোর অনেক ঘরবাড়ি।

/এমএইচ

Exit mobile version