Site icon Jamuna Television

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (৯ আগস্ট) তার অফিশিয়াল ভেরিফাইড পেজে এ বার্তা প্রকাশ করেন তিনি। এক প্রতিবেদনে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানায়।

পোস্টে তিনি লিখেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও সম্পর্ক আরও উন্নত হবে।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক, এই কামনা করি। বাংলাদেশের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।

/এআই   

Exit mobile version