Site icon Jamuna Television

সীমিত পরিসরে তেজগাঁও থানার কার্যক্রম শুরু

সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে রাজধানীর তেজগাঁও থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে থানার কার্যক্রম শুরু হয়।

২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর কোম্পানি কমান্ডার মেজর মো. সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি আমরা। থানায় কোনো প্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন তারা।

এসময় পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তেজগাঁও-এ ইতোমধ্যে প্রায় ৪০ জন সদস্য যোগ দিয়েছেন জানিয়ে তারা বলেন, আমরা জনগণের আস্থা তৈরিতে কাজ করবো।

উল্লেখ্য, ডিএমপির তেজগাঁও জোনে ৬টি থানার মধ্যে ৩টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।

/এমএইচ

Exit mobile version