Site icon Jamuna Television

পুলিশের কয়েক পদে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল

প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তের আদেশ পাওয়া পুলিশের বিভিন্ন পদের সদস্যদের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টাস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্সটেবল থেকে উপ-পরিদর্শক (এসআই) বা সমমান পদমর্যাদা পর্যন্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্ষেত্রে ইন্সপেক্টর পদ পর্যন্ত বরখাস্তের আদেশ বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে আদালতের আদেশ বা ফৌজধারি মামলার কারণে বরখাস্ত হওয়াদের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

/আরএইচ

Exit mobile version