Site icon Jamuna Television

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সরকার পতনের পর আতঙ্কে আছেন দেশে সংখ্যালঘু সম্প্রদায়। সারাদেশে বিচ্ছিন্নভাবে মন্দিরসহ তাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। অস্থির এ সময়ে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে একটি দল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। এ সময় তারা আলোচনা করেন মন্দির কর্তৃপক্ষের সাথে। ভিন্ন ধর্মালম্বীদের বাসাবাড়ি এবং বিরোধীমতের সবাইকে নিরাপত্তা দেয়ার কথা জানান তারা। বলেন দুর্বৃত্তদের প্রশ্রয় দিতে এই আন্দোলন করা হয়নি।

নিজের ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম লেখেন, তাদের উত্থাপিত দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব । আমরা তাদের থেকে সারাদেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ভাইবোনদের তথ্য নিয়েছি। তাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনে যা যা পদক্ষেপ নেয়া প্রয়োজন তা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হবে।

এ সময় কোথাও হামলার ঘটনা ঘটলে ছাত্রসমাজকে জানানোর অনুরোধ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষ থেকে।

/এমএইচআর

Exit mobile version