Site icon Jamuna Television

সাতক্ষীরায় ১১ দফা দাবিতে পুলিশের বিক্ষোভ

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা পুলিশ লাইন্সে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও শোক র‍্যালি করেছে পুলিশ সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পুলিশ লাইন্সে সমন্বয় কমিটির দেওয়া ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পুলিশ সদস্যরা। তবে কবে নাগাদ তারা কাজে যোগ দেবেন তা এখনও জানা যায়নি।

বিক্ষোভ ও কর্মবিরতির এই কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন।

এর আগে, বৃহস্পতিবার সাতক্ষীরা পুলিশ লাইন্সে অস্থিতিশীল পরিবেশ থাকার খবর পাওয়া গেছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন পুড়িয়ে বিক্ষোভ করে পুলিশ সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত  তারা কাজে যোগ দিতে চাননি তারা।

এ সময় বিক্ষোভকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মতিউর রহমানকে বলতে শোনা যায়, সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ডিউটি দেয়া হবে না।

/এএস 

Exit mobile version