Site icon Jamuna Television

ইউক্রেনের সুপারমার্কেটে রাশিয়ার মিসাইল হামলা, নিহত অন্তত ১৪

ইউক্রেনের একটি সুপারমার্কেটে রাশিয়ার মিসাইল হামলায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন।

শুক্রবার (৯ আগস্ট) দোনেৎস্ক অঞ্চলের শপিং সেন্টারটিতে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি প্রশাসনের দাবি, যুদ্ধবিমান থেকে মিসাইলটি ছোঁড়া হয়েছে। এখনও ধ্বংসস্তূপের ভেতর উদ্ধারকাজ চলছে।

উল্লেখ্য, দোনেৎস্কের বড় একটি অংশই রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এলাকায় নিয়মিত হামলা চালায় মস্কোর সেনারা। গত দু-তিন দিন ধরে রাশিয়ার কুরস্ক শহরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বিশ্লেষকদের ধারণা, তার জবাবেই এই ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।

/এমএইচ

Exit mobile version