Site icon Jamuna Television

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

ব্রাজিলের সাও পাওলোতে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিমানটিতে মোট ৬১ জন আরোহী ছিলেন। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দুই ইঞ্জিনসহ ও টার্বাইনযুক্ত ওই বিমানটি ব্রাজিলের পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিমানটি পতিত হয়। 

‘এটিআর ৭২-৫০০’ বিমানটিতে ৫৮ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কেউ বেঁচে নেই।

ভয়েপাস এয়ারলাইনের বিবৃতিতে বলা হয়েছে, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা বিমানটিতে থাকা লোকদের শেষ পর্যন্ত কী হয়েছে সেই সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, বিমানটি একটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে।

/এআই

Exit mobile version