Site icon Jamuna Television

ছুটির দিনেও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত শিক্ষার্থীরা

ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে তাদেরও ব্যস্ততা।

রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। নিজ উদ্যোগেই সড়কের যানচলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তারা। নীতিমালাগুলো পরিপূর্ণভাবে না জানলেও; যথাসম্ভব ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, পুলিশ না থাকায় আইন মানছেন না অনেকেই। অনেক বাস চালকও মানছেন না নির্দেশনা। মোটরসাইকেলের চালকরা বের হন হেলমেট ছাড়াই। তবে তাদেরকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে- এমনটা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সহযোগিতা করছেন বেশিরভাগ সাধারণ মানুষ।

/এটিএম

Exit mobile version