Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ট্রাক চালককে পুলিশের মারধরের অভিযোগে ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার পূর্বপাড় অবরোধ করে শ্রমিকরা। এরপর প্রায় ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

শ্রমিকদের অভিযোগ, ট্রাক নিয়ে চালক বকুল ঢাকা থেকে উত্তরাঞ্চলে যাওয়ার সময় সেতুর পূর্ব থানার এসআই নূর আলম তাকে আটকে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এসময় অন্য শ্রমিকরা খবর পেয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দু’পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

Exit mobile version