Site icon Jamuna Television

নিয়োগের এক মাসের মধ্যেই পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক

ফাইল ছবি

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর রশীদ আসকারী পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগ করেন। অধ্যাপক হারুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালের জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এছাড়া তিনি ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সৌদি আরবের বাদশাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। পরে তিনি ২০১৬ সালের আগস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

/এনকে

Exit mobile version