Site icon Jamuna Television

রুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল ধরণের রাজনৈতিক সংগঠন ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

এতে আর বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

/আরএইচ

Exit mobile version