Site icon Jamuna Television

সবাইকে নিয়ে অহিংস বাংলাদেশ গড়ার আহ্বান শিল্পী সমাজের

সবাইকে সঙ্গে নিয়ে অহিংস বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে শিল্পী সমাজ। শনিবার (১০ আগস্ট) বিকেলে জাতীয় শহিদ মিনারে এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে জন্ম নিয়েছে নতুন এক বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন শিল্পী সমাজ। রাষ্ট্র গঠনে তাদের সহযোদ্ধা হতে চায় শিল্পীরা।

তারা আরও বলেন, যে স্বপ্নে জন্ম নতুন বাংলাদেশের, সেই স্বপ্প পূরণের নতুন ভোর দেখতে সব শ্রেণীপেশার মানুষের কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞে উদ্বিগ্ন শিল্পী সমাজ। সমাবেশে অংশ নেন দৃশ্য মাধ্যমের শিল্পী, আলোকচিত্রীসহ থিয়েটারের কর্মীরা।

/এএস

Exit mobile version