Site icon Jamuna Television

হাতিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শিশু আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩) লায়লা বেগম (৪৫)। ভাসানচর থানার ওসি মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকালে চট্টগ্রাম থেকে ২১ জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে ট্রলারটি ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে ট্রলারটি ভাসানচর থেকে আট নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছালে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

ওসি জানান, ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ জন রোহিঙ্গা ছিল। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। একজন নিখোঁজ দাবি করা হলেও পুলিশ বিষয়টি নিশ্চিত নয় বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version