Site icon Jamuna Television

আন্দোলনে শহীদদের স্মরণে সংসদ প্রঙ্গণে মোমবাতি প্রজ্বলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে জাতীয় সংসদ ভবন প্রঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হয়। শনিবার (১০ আগস্ট) রাত নয়টায় এই আয়োজনে শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে আর কোন বৈষম্যের ঠাঁই নেই; কারণ বহু জীবনের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংসদ ভবনের ভেতরে ও বাইরে এরইমধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হয়েছে। এছাড়া রাস্তায় ট্রাফিক পুলিশ না নামা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে বলে জানায় আয়োজকরা।

/এএস

Exit mobile version