Site icon Jamuna Television

স্কুলের অভিযানে হামাস ও ইসলামিক জিহাদের ১৯ যোদ্ধার মৃত্যু হয়েছে, দাবি ইসরায়েলের

গাজা সিটির স্কুলে চালানো অভিযানে হামাস ও ইসলামিক জিহাদের ১৯ যোদ্ধার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। যদিও দাবির স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা মোট ৯৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে। গোয়েন্দা তদন্তের ভিত্তিতে চালানো হয়েছে হামলাটি-এমনটাই দাবি করেছে আইডিএফ।

এদিকে, আল-তাবাইন স্কুলে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। শতাধিক মৃত্যুর ঘটনাকে ‘বিপর্যয়কর’ আখ্যা দিয়েছে জাতিসংঘ।

তবে, ইসরায়েলের অজুহাত, হামাসের হেডকোয়ার্টার ছিলো স্কুলটিতে। ঘাঁটি ধ্বংসেই সীমিত পরিসরে অভিযান পরিচালনা করা হয়েছে। গাজার স্কুলে হামলার জেরে আগামী মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে আলজেরিয়া।

এদিকে, এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফ্রান্স ও কানাডা। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও।

/এআই

Exit mobile version