Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস ৫০০টি স্কুল

ইসরায়েলি আগ্রাসনে গাজায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ৮০ শতাংশ স্কুল। জাতিসংঘের তথ্য অনুসারে, উপত্যকার ৫শ’ ৬৪টি স্কুলের মধ্যে সরাসরি হামলার শিকার ৫০০টি। রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলমান অভিযানের শুরু থেকেই বারবার টার্গেট করা হয়েছে গাজার স্কুলগুলোকে। যা গত কয়েক সপ্তাহে আরও বেড়েছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে স্কুলগুলো। তবে, হামাসের ঘাঁটি আখ্যা দিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। এক মাসেই হামলা হয়েছে ১৩টি স্কুলে। টানা চারদিনে চারটি স্কুলে হামলা করেছে ইসরায়েল। এগুলোর বেশিরভাগ জাতিসংঘ পরিচালিত।

এদিকে, গাজা সিটির আল-তাবাইন স্কুলেও প্রায় এক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। শনিবার, সেখানে ফজরে সময় নামাজরত ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালায় ইসরায়েল। প্রাণ যায় শতাধিক মানুষের।

/এআই

Exit mobile version