Site icon Jamuna Television

রাজধানীর বেশিরভাগ এটিএম বুথে টাকা নেই, ভোগান্তিতে গ্রাহক

রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই। ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত পরিমাণ অর্থ।

গেল সপ্তাহ থেকেই এটিএম সেবার সংকট তৈরি হয়েছে। ব্যাংকারা বলছেন, সহসাই সংকট কেটে যাবে। গ্রাহকরা আগের মতো সেবা পাবেন। গত কয়েকদিন ধরে অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি। তাই সংকট তৈরি হয়েছে।

গত ৫ আগস্ট রাজধানীর অনেক থানা খালি করে চলে যায় পুলিশ। সারাদেশে সাড়ে ১৩ হাজার বুথ রয়েছে। গ্রামীণ অঞ্চলে ব্যাংকগুলোর এটিএম সেবার পরিমাণ শহরাঞ্চলের তুলনায় বেশ কম।

/এটিএম

Exit mobile version