Site icon Jamuna Television

ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান

ফাইল ছবি।

ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, তেলআবিবে তেহরানের হামলা পুরো মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে দিতে পারে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শনিবার (১০ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন জো বাইডেন। খবর আনাদুলু এজেন্সি।

প্রসঙ্গত, ৩০ জুলাই ইরানের রাজধানী তেহরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুপ্তহত্যার শিকার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরায়েলকে দায়ী করেন। এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধের হুমকিও দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার বা অস্বীকার করেনি ইসরায়েল।

এদিকে, ইরানের হামলা স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইতোমধ্যে, হামলার শঙ্কায় আশ্রয়কেন্দ্র, ভূগর্ভস্থ কক্ষে রক্ত সংগ্রহ করে রাখাসহ ব্যপক প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। অপরদিকে, ইরানের পাশাপাশি দেশটির প্রক্সি হিজবুল্লাহসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে।

/আরএইচ

Exit mobile version