Site icon Jamuna Television

রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যানসিটি

ম্যানচেস্টার ডার্বি মানেই বিগ ম্যাচ। সেটি ফ্রেন্ডলি হোক অথবা বড় আসরের কোন ম্যাচ। তবে ফাইনাল হলে তো কথা ই নেই। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে অবশ্য তেমনটা দেখা যায়নি। ম্যাড়ম্যাড়ে ম্যাচে প্রায় পুরোটা সময় গোলশূন্য থাকার পর শেষদিকে জমে ওঠে এই ডার্বি। যেখানে টাইব্রেকারে শেষ হাসি হাসে পেপ গার্দিওলার ম্যানসিটি। এই জয়ে পাঁচ বছর পর কমিউনিটি শিল্ডের শিরোপা জিতল নীল শিবির।

ম্যাচের ৮২তম মিনিটে আলেহান্দ্রো গারনাচো এগিয়ে নেন ইউনাইটেডকে। অবশ্য শেষ সময়ে দলটিকে স্তব্ধ করে দেন বার্নার্দো সিলভা। ৮৯তম মিনিটে গোল করে ম্যাচ নিয়ে যান সমতায়।এরপর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল। এ নিয়ে সপ্তমবারের মতো কমিউনিটি শিল্ড জিতল সিটি।

এদিকে টাইব্রেকারে অবশ্য শুরুটা ভালো হয়নি সিটির। ম্যানইউ এর প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস জালের দেখা পেলেও বের্নার্দো সিলভার শট ঠেকিয়ে দেন আন্দ্রে ওনানা। তবে জ্যাডন স্যানচোর নেওয়ার চতুর্থ শটটি থামিয়ে চাপে থাকা সিটি শিবিরে স্বস্তি ফেরান এডারসন। এরপর আরও কিছুক্ষণ চলতে থাকে পেনাল্টি শুটআউট। তবে দলের অষ্টম শটটি নিতে এসে বল লক্ষ্যে রাখতে পারেননি জনি ইভান্স, আঘাত করে গোলপোস্টে। কিন্তু মানুয়েল আকাঞ্জির কোনো ভুল করেননি। বল জালে পাঠিয়ে সিটিকে উল্লাসে ভাসান তিনি।

উল্লেখ্য, অর্ধদশক পর কমিউনিটি শিল্ড জিতে নেয় পেপ গার্দিওলার দল। এর আগের তিন বছরে টানা তিন ফাইনালে যথাক্রমে আর্সেনাল, লিভারপুল ও লেস্টার সিটির কাছে হেরেছিল তারা।

/এমএইচআর

Exit mobile version