Site icon Jamuna Television

আবারও খান ইউনিস খালি করার নির্দেশ

আবারও খান ইউনিস খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটি থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের।

রোববার (১১ আগস্ট) খান ইউনিসের বানি সুহেইলা ও আবাসান আল কাবিরা এলাকায় ভয়াবহ হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। বিমান থেকে এ হামলা চালানো হয়। শরণার্থীদের তাবু ও বেসামরিকদের বাড়ি-ঘর লক্ষ্য করে চালানো হয় এ হামলা। বহু হতাহতের ঘটনাও ঘটে।

তবে, এখন পর্যন্ত প্রকৃত সংখ্যা জানা যায়নি। এছাড়া হামলা অব্যাহত আছে দেইর আল বালাহ, বুরেজি শরণার্থী শিবির ও আল কারারা শহরেও। আর্টিলারি শেল দিয়ে এসব এলাকায় হামলা চালানো হচ্ছে। অভিযান অব্যাহত আছে রাফাহ ও গাজা সিটিতেও।

/এমএইচ

Exit mobile version