Site icon Jamuna Television

ফ্রান্সকে কাঁদিয়ে টানা পঞ্চমবার বাস্কেটবলের স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র

অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে বাস্কেটবলের স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। শিরোপা নির্ধারণী ম্যাচে বড় একটা সময় এগিয়ে থেকেও ফ্রান্স শেষ পর্যন্ত হতাশায় ডুবেছে। এ জয়ে টানা পঞ্চমবার অলিম্পিকে এই ইভেন্টের স্বর্ণ জিতলো মার্কিনরা। প্যারিসের বের্সি অ্যারেনায় ৯৮-৮৭ ব্যবধানে ফরাসিদের হারায় স্টিফেন কারিরা।

ম্যাচে ফ্রান্স দীর্ঘ সময় এগিয়ে ছিল। মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্যে ছেদ পড়তে চলেছে। কিন্তু স্টিফেন কারির এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যায়। একাই ২৪ পয়েন্ট এনে দেন কারি। সেই সঙ্গে কিংবদন্তি লেব্রন জেমস ৬ রিবাউন্ড আর ১০ অ্যাসিস্টে এনে দিয়েছেন ১৪ পয়েন্ট।

এটি জেমসের ক্যারিয়ারের তৃতীয় অলিম্পিক স্বর্ণ। অন্যদিকে আরেক মার্কিন তারকা কেভিন ডুরান্ট চতুর্থবারের মতো স্বর্ণ জিতে রেকর্ড গড়েছেন। অলিম্পিক ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে চারটি স্বর্ণ জিতেছেন তিনি।

প্রসঙ্গত, আগের দিন ফুটবল ইভেন্টেও হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ৫-৩ গোলে হেরেছে তারা।

/এমএইচআর

Exit mobile version