Site icon Jamuna Television

১২০ ভাগ দিয়ে এই ম্যাচ জিততে চাই: মাহমুদুল্লাহ

কাল মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ২য় ও শেষ টেস্ট। যেখানে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচটি।

সিলেট টেস্টে হারের পর এখন ঢাকা টেস্ট জিতেই কেবল সিরিজ বাঁচাতে পারে বাংলাদেশ। তাই শেষ টেস্টে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ- এমনটাই জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ইনজুরি কাটিয়ে তামিমে ফেরার কথা থাকলেও আগেই নিশ্চিত হওয়া গেছে তার ফেরা হচ্ছে না। তাই নতুন কাউকে দলে না ভিড়িয়ে সিলেটের স্কোয়াড থেকেই দলে পরিবর্তন আনছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে এই ম্যাচে জিততে মরিয়া টাইগার বাহিনী। অধিনায়কের কথায় ফুটে উঠেছেও তাই। মাহমুদুল্লাহ বলেন, এই ম্যাচ জিততে ১২০ ভাগ দিয়ে খেলবো।

Exit mobile version