Site icon Jamuna Television

ভারতে আদানি গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে জড়িত সেবি প্রধান

ভারতে আদানি গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া(সেবি)-র প্রধান মাধবী পুরি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ করেছে এ তথ্য। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে প্রতিষ্ঠানটি জানিয়েছিলো, ভারত সম্পর্কিত বড় কোনো খবর আসছে। এরপর রাতেই প্রকাশ করে সেই খবর।

হিন্ডেনবার্গ রিসার্চে বলা হয়েছে, গৌতম আদানিরা যে অর্থ সরিয়েছে তার অংশীদার ছিলেন সেবি প্রধান। কেলেঙ্কারিতে সম্পৃক্ত ছিলেন তার স্বামী ধবল বুচও। এমন খবর প্রচারের পরই আলোড়ন তৈরি হয় ভারতের রাজনীতিতে।

এ ঘটনায় তীব্র সমালোচনা করেন বিরোধী নেতারা। এর আগেও শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারের দর বাড়িয়ে দেখানোর অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে শিল্পপতি আদানির সখ্যতা নিয়েও বহু বিতর্ক হয়। তবে, হিন্ডেনবার্গের প্রতিবেদনকে ইতোমধ্যে ভুয়া আখ্যা দিয়েছে মোদি প্রশাসন।

/এআই

Exit mobile version